1. chitrabani24@gmail.com : admin :
  2. qwsd@postcards-hawaii.com : leannetolmer375 :
  3. herokkazi6@gmail.com : mohidul :
  4. saddamuddinraj@gmail.com : Saddam Uddin Raj : Saddam Uddin Raj
  5. yusuf@ataberkestate.com : TimothyGuete :
আশুলিয়ায় বেড়াতে আসা কথিত‘দাদাকে শ্বাসরোধে হত্যা করেঃস্বামী-স্ত্রী পলাতক » Chitrabani 24 | online news paper
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

আশুলিয়ায় বেড়াতে আসা কথিত‘দাদাকে শ্বাসরোধে হত্যা করেঃস্বামী-স্ত্রী পলাতক

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ জন পাঠক দেখেছে

মোঃমনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় বেড়াতে আসা কথিত দাদাকে (৪০) শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে স্বামী-স্ত্রী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় মো. আসলামের মালিকানাধীন হাপব্লিং টিনসেট বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক ও প্রতিবেশীরা জানান, বাড়ির একটি কক্ষে সবুজ ও জেসমিন নামে এক দম্পতি গত ৫ মাস ধরে বসবাস করে আসছিলো। গত রাতে জেসমিনের দাদা পরিচয়ে নিহত এই ব্যক্তি বেড়াতে আসেন। পরে সারাদিন তাদের ঘর থেকে কোন শব্দ পাওয়া যাচ্ছিলো না। এমনকি বাইরের যৌথ রান্না ঘরে সারাদিন তাদের কাউকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। আবার তাদের দুই মাসের ঘর ভাড়া বকেয়া ছিলো। পরে কক্ষের কাছে গিয়ে দেখা যায় দরজা তালাবদ্ধ। প্রথমে সবাই ভেবেছিলো ভাড়া না দিয়ে হয়তো পালিয়েছে। কিন্তু তালা ভেঙ্গে ঘরের মেঝেতে গলায় গামছা পেছানো অবস্থায় ওই ব্যক্তির লাশ দেখতে পান। পরে আশুলিয়া থানায় খবর দেয়া হয়।
এছাড়া গতকাল গভীর রাত পযন্ত তাদের কক্ষে সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজছিলো বলেও জানান রাজিয়া বেগম নামে এক প্রতিবেশী।

পলাতক দম্পতি সুবজ ও জেসমিন। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া। তবে পরিচয় সঠিক কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে বলে দাবী পুলিশের।

এ বিষয়ে আশুলিয়া থানার (এসআই) মিলন ফকির বলেন, প্রাথমকিভাবে ধারণা এই ব্যক্তিকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে ওই দম্পতি। তবে নিহতের পরিচয় পাওয়া গেলে জানা যাবে, তারা আসলেই আত্নীয়-স্বজন কিনা বা হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2022 | Chitrabani 24
Theme Customized By BreakingNews